পরীক্ষা মানে কী?

ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি, বেশ কিছু গ্রুপ বর্তমান (২০২৩) শিক্ষা পদ্ধতি নিয়ে আন্দোলন করছেন। তাদের মধ্যে উচ্চ শিক্ষিত থেকে শুরু করে অভিভাবক, সুশীল সমাজও জড়িত। কিছু শিক্ষকও আছেন। তাদের বক্তব্য, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি মেধাশুণ্য হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের বাবুর্চি বানানো হচ্ছে। পঞ্চম শ্রেণিতে এ+ পাওয়া ছেলেটা নাকি এখন গণিতের ‘গ’ ও জানেনা। পরীক্ষা নাই, তাই ছেলে মেয়েরাে পড়েনা। মোবাইলে আসক্তি বাড়ছে ইত্যাদি ইত্যাদি…….

প্রায় সবার কাছে পরীক্ষাটাই সবচেয়ে বড় ইস্যু।

আমার সাদা মনে প্রশ্ন

“পরীক্ষা বলতে আসলে আমরা কী বুঝি?”

স্কুলে পরীক্ষা কেন নেওয়া হয়?

(চলবে)